দুঃখ । কল্যাণ চক্রবর্তী

দুঃখ 
কল্যাণ চক্রবর্তী

দুঃখ তোমার বুকের পরে পা রেখেছে বসুন্ধরা
তাইতো কষ্টে হাড় ভেঙ্গেছে দেখছি তোমায় মনমরা
পেয়েও আসে না পাওয়ার মেঘ
বৃষ্টি ভিজে না পাই সেক
চোখের জলে বুকটা ভিজে
চেতনার রশ্মি ঝরঝরা
তাইতো আমি বসন্ত কালেও রইছি পড়ে বাসীমরা
দুঃখ তোমার বুকের পরে পা রেখেছে বসুন্ধরা।

আমার সোনার নদী শুকিয়ে গেছে ডাহুক আসেনা নিশিরাতে
কইবো কথা কার সাথে গো মনপাখি আজ নেই সাথে
দুলটি আমার হারিয়ে গেছে কানে এখন নেই সোনা
মাঝ দরিয়ায় ঝাঁপ দিতে চাই চোখে এখন ঝরছে লোনা
এ দুঃখের কথা কার কাছে কই
কোথায় আছো পরাণ সই
কষ্টের গুলি ফুটতে ফুটতে বুকটা হইছে কড়কড়া
দুঃখ তোমার বুকের পরে পা রেখেছে বসুন্ধরা।

এ বসন্তে নেইগো কোকিল
আমার কোর্টে নেইকো উকিল
একা আমি দুঃখের মামলা লড়বো কেমনে
নেইকো পাশে যাদের দেখছি সুখের ভুবনে
আকাশখানাও এ নিশিতে রইছে দেখছি খুব মরা
দুঃখ তোমার বুকের পরে পা রেখেছে বসুন্ধরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here