দুর্নীতি । কল্যাণ চক্রবর্তী

- Advertisement -
- Advertisement -

দুর্নীতি 
কল্যাণ চক্রবর্তী

বেতন বাড়ার সাথে সথে বাড়ল ঘুষের রেট
কেমন করে বন্ধ হবে দুর্নীতির নীল গেট
যতোই বলি দুর্নীতিমুক্ত দেশটি গড়ার কথা
মজ্জাগত রোগটির যে ভাই শেকড় যথাতথা।

দেশের নেত্রী বার্তা দিলেন মোশাহেবদের কাছে
যেমন করেই বন্ধ কর দুদক রাখছি পাছে
সর্ষের মধ্যে ভূতের বাসা বলছে পাড়ার মাসি
টাকার সাথে পৌঁছে যায় মহান ঈদের খাসি।

আটকে যায় ফাইলের রশি লাল সালুকের খাতা
ঘুষখোরদের মাথায় থাকে নিরাপত্তার ছাতা
এখন ছাতার বাট ভেঙ্গে দাও বাঁচাও দেশের মাটি
বঙ্গবন্ধুর সোনার বাংলার মানুষ বানাও খাটি।

নতুনদেরকে লাগাও কাজে খুঁজুক কালো টাকা
সম্পদের হিসাব নিয়ে দাওরে শক্ত যাতা
ঘুণে ধরা মানুষ দিয়ে দুর্নীতি কি দূর হবে?
ফ্রেস ব্লাড ছাড়া মুক্তি কে পেয়েছে কবে?

জাগাও দেশের যুব সমাজ মারুক কঠিন ঘা
ঘুষের পাছায় মারুক লাথি শক্ত করুক পা
খাদ্যে ভেজাল বন্ধ হোক বাঁচুক আদম জাতি
উন্নয়নের ট্রেনখানায় জ্বলুক সোনার বাতি।

শান্তি আসুক জনগণের বারুক জনসেবা
মূল্যায়নের মাপকাঠিটা ধরবে এবার কেবা
অগ্নিদেবী শক্ত হলো ধ্বংস হবে অসুর
যুবক যতো এগিয়ে আসো আর করো না কসুর।

- Advertisement -

আরো পড়ুুর