দূর মিয়া । মুহম্মদ হেলাল উদ্দীন

দূর মিয়া
মুহম্মদ হেলাল উদ্দীন

দাঁত কেলিয়ে ভেটকি মাছের
পেটকি দারুণ ঢোল তবল
টোটাল রাবিশ সব উনিশ-বিশ
এই সমস্যা কেমনে বল?
মাত্র চার-পাঁচ ব্যপার হলো
নন্সেস সব রাম ছাগল।

এক লেখিলেই মওকা দিবি
নাই কোমরে ছুড়ির চল
এখন কি আর খুঁতি কাটি
হ্যাকিং প্যাকিং শিখছিতো
জাম্পিং চাচাও আনছি বসে
ডেন্সিং চাচি দেখছিলো ।

বাজার বুজার সব গুটাইয়া
হাত মিলাইছে দরবেশে
মুতি ফুঁ এক দিয়া দিছি
বুঝবি মাগার কাম শেষে
আইক্কা বাওয়া বাঁদর গুলো
কাইক্কা করাত দাঁত দিয়া

কি বশে নাই আনাই মুনাই
জান জীবন সব জল দিয়া
গরু ছাগল সাইট দিয়া সব
সেতুটারেও সাইট দিছে
লাইসেন্স ছাড়া দেশের ড্রাইভার
চুন-কালিতে গইড় দিছে
পোলাপাইনে গান ধরেছে
কাক্কু টাক্কু সুর দিয়া
ফাঁসুর ফুঁসুর শুছেন কিছু?
কামে মন দেন দূর মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here