দেনাপাওনা
হামিদা পারভিন শম্পা
ফুলের বুকে শিহরিত হয়না
ভ্রমর তোমার হুলে,
শিহরনের অনুভূতি বহুদিনে
গিয়েছে ফুল ভুলে।
অভিজ্ঞতা চটুলতায় ভ্রমরের
জুরি মেলা ভার,
ভ্রমরের কদর ফুলের কাছে
নেই আগের মত আর।
ঘৃণা নয় শ্রদ্ধাও নয়
হয়ত একটু মায়া,
বুঝলো ভ্রমর ফুলের বুকে
নেই আর তার ছায়া।
ফুলের সৌরভে দীর্ঘনিঃস্বাস
সাক্ষী ধুলি কণা,
পাপড়ি গুলো ঝরিয়েছে ফুল
চুকিয়ে সকল দেনাপাওনা ।