অন্যধারা ডেস্ক
ছোট্ট দ্বীপদেশ একটু একটু করে ডুবে যাচ্ছে । টুভ্যালুর পররাষ্ট্রমন্ত্রী সমুদ্রে হাঁটু পানিতে স্যুট টাই পরে দাঁড়িয়ে সেই বার্তাটুকুই বিশ্বের কাছে পৌঁছে দিলেন । মুড়িয়ে রেখেছেন প্যান্ট। এই অবস্থাতেই ভিডিওতে ধারণ করলেন গ্লাসগোর জলবায়ু সম্মেলনে নিজের বক্তব্যের অংশটুকু।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি নিয়ে আঞ্চলিক নেতাদের মধ্য থেকে আসা স্মরণকালের সবচেয়ে কড়া বার্তা হিসেবে মনে করা হচ্ছে এই কাজটিকে। সামাজিক মাধ্যমে এই ভিডিওটি তাই সাড়াও ফেলেছে ব্যাপক। মঙ্গলবার এটি ধারণ করেছে দেশটির রাজধানী ফুনাফুটি-ভিত্তিক রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ।
উল্লেখ্য, শেনিয়ার দেশ টুভ্যালু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৪.৬ মিটার উচ্চতায় অবস্থিত । মাত্র ২৬ বর্গকিলোমিটারের এই দেশটিতে বাস ১১ হাজারের বেশি মানুষের।
অন্যধারা// এমকেএ