অন্যধারা ডেস্ক: দেশের এক চতুর্থাংশ প্রবীণ অপুষ্টিতে ভুগছেন এবং অর্ধেকেরও বেশি প্রবীণ পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছেন। পুরুষের তুলনায় নারীদের মধ্যে অপুষ্টির হার বেশি।বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ কর্তৃক পরিচালিত এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে।গবেষণা বলছে,সঙ্গীবিহীন প্রবীণদের মাঝে অপুষ্টির হার ২৮.৬ শতাংশ ও পুষ্টিহীনতার ঝুঁকির হার ৬৫.৩ শতাংশ।
প্রবীণদের অপুষ্টির জন্য চিহ্নিত প্রধান কারণ হিসেবে বিষণ্ণতা, মুখ ও দাঁতের খারাপ স্বাস্থ্য, বিশেষ খাদ্য পরিহারের অভ্যাস এবং অসংক্রামক রোগের উপস্থিতি উল্লেখ করা হয়েছে । বিষণ্ণতায় ভোগা প্রায় ৪০ শতাংশ প্রবীণ অপুষ্টিতে ভোগছেন।
এতে আরও বলা হয়, সারা বিশ্বেই অন্যান্যদের তুলনায় প্রবীণদের মধ্যে অপুষ্টি বা পুষ্টিহীনতার ঝুঁকি বেশি। বর্তমানে বাংলাদেশে প্রবীণের সংখ্যা আনুমানিক ১.৫ কোটি। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালে সংখ্যাটি ৩.৫ কোটি ছাড়িয়ে যাবে। ১২৫ জন প্রবীণকে নিয়ে এই গবেষণাটি সম্পন্ন করা হয়েছে।
সাপ্তাহিক অন্যধারা // আতারা