দেশের ছড়া । মোঃ মনোয়ার হোসেন

- Advertisement -
- Advertisement -

দেশের ছড়া 
মোঃমনোয়ার হোসেন

 

অনেক দিনের ইচ্ছে অামার
একটি ছড়া লখার,
মনের মাঝে স্বপ্ন অামার
একটি ছবি অাঁকার।

সেই ছড়াটি সেই ছবিটি
অামার দেশের হবে,
ছোট-বড় সব মানুষের
হৃদয়ে ঠাঁই পাবে।

অামার দ্বারা নাই বা যদি হয়
এমন ছড়া লেখা
এমন ছবি অাঁকা
নেই’ক কোন দুঃখ তাতে
দেশের তরে জাতির তরে
হোক না কারো হাতে।

এমন ছড়া -এমন ছবি
লিখবে যে জন,
অাঁকবে যে জন
সেই’ত প্রিয় কবি।

দেশের কথা থাকবে তাতে
থাকবে দেশের প্রীতি,
থাকবে দরদ মা -মাটিতে
থাকবে সবার প্রতি।

সেই ছেলেটি জন্ম নিবে
অামার দেশে কবে,
লিখবে ছড়া মুক্তি যুদ্ধের
লাখো শহিদের অাত্ম -ত্যাগের
বীর বাঙালির কথা,
তার ছড়াতে তার ছবিতে
থাকবে বিজয় গাঁথা।

- Advertisement -

আরো পড়ুুর