দেশে অনুমোদন পাচ্ছে করোনার ট্যাবলেট, ব্যবহারবিধি ও দাম নির্ধারণ

অন্যধারা ডেস্ক

করোনা ভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের অনুমোদন দিয়েছে দেশের ঔষধ প্রশাসন অধিদফতর। প্রাথমিকভাবে বেক্সিমকো ও এসকেএফ, এই ২টি প্রতিষ্ঠানকে ওষুধ উৎপাদনের অনুমোদন দেয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে দেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানান ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, গতকাল সোমবার (৮ নভেম্বর) বেক্সিমকোকে অনুমোদন দেয়া হয়৷ আজকে এসকেএফ নামের প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়েছে। আবেদন করেছেন দেশের ১০টি প্রতিষ্ঠান । প্রতিটি ক্যাপসুলের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। খেতে হবে ৮টি করে ক্যাপসুল ৫ দিনে ।

তিনি আরও জানান, এই ওষুধটির ফলাফল বিশ্বের কয়েকটি দেশের পাশাপাশি আমাদের দেশেও পর্যবেক্ষণ করা হয়েছে। এটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। জানান তিনি টিকা নিলেও এই ক্যাপসুল নেয়া যাবে। এই ওষুধটি ব্যবহারের ফলে মৃত্যুহার ৫০ শতাংশ কমিয়ে আনবে। তবে এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন: হালকা মাথাব্যথা, জ্বর কিংবা গায়ে ব্যথা হতে পারে। যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে তাদেরকে দেওয়া হবে।

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক জানান, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম এই ক্যাপসুল উৎপাদন করেছে। বিদেশে রফতানি করার পরিকল্পনা রয়েছে। সর্দি-জ্বরের চিকিৎসার জন্য তৈরি করা মলনুপিরাভি ট্যাবলেটটি করোনা আক্রান্ত রোগীর সেবায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে আশানুরূপ ফল পাওয়া গেছে। এই বড়ি সেবনে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি অর্ধেক কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ট্যাবলেট তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি। সম্প্রতি এই ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকারও।

অন্যধারা//এমকেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here