ধনবান
মানিক মোহাম্মদ রাজ্জাক
হাঁটতে গিয়ে হোচট খেয়ে থমকে দাঁড়াই পথে
জীবনটাকে জাগিয়ে রাখি কত্ত না কসরতে
পাই না খুঁজে চোক্ষু বুজে ডিম পরোটা ননি
কওতো দেখি কেমন করে তোমরা হলে ধনি?
চাল আননে পান্তা ফুরায় পাইনা খুঁজে মানে
জীবনটা হায় যায় ভেসে যায় জোয়ার ভাটার টানে
শ্লোগান শুধু দিয়েই গেলাম পাইনি প্রতিধ্বনি
কওতো দেখি কেমন করে তোমরা হলে ধনি?
রক্ত দিলাম এক সাথে আর শপথ নিলাম রাতে
পেলাম না তাও পোড়া মরিচ পান্তাভাতের পাতে
ঘাম ঝরিয়েও জুটলো নাতো মুক্তা কিবা মণি
কওতো দেখি কেমন করে তোমরা হলে ধনি?
আমার রাজাও তোমার রাজা তারই রাজত্বে
সবকিছু আজ কেমনে গেল তোমার আয়ত্বে
আমার বৃহস্পতির ঘরে বসত করে শনি
তোমরা দেখি দিন দুপুরেই পুকুর কেটে ধনি?
আজও আমার জীবন জয়ের যুদ্ধ চলমান
কোন তরিকায় তোমরা হলে হঠাৎ ধনবান?