ধূসর বিকেল
ফাতিমা জহুরা ময়না
চলো আজ দুজনে হাড়াই
ঐ ধূসর নীলে নীল নীলিমায়
কিছু পাওয়ায় হাজার পাওয়া
এ সুখের নেই যে কোন সীমা!
হাজার ক্লান্তি মেঘ শুষে নিক
স্মৃতির পাতা অমর হোক
হাত ধরেছি বলেই আজ বুঝি
রূপসি বিকেল এমন করে এলো!
তোমার জীবন তরী তুলেছে নঙ্গর
আমায় সেথা ভালোবেসে তোলো
প্রেম সাগরে মীঠাই নীল জল
দুজনে হাড়াই চলো।