নতুন ফিচার আইফোন-১৩ তে, কথা বলা যাবে কোন নেটওয়ার্ক ছাড়াই

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক : অ্যাপলের  আইফোন-১৩’র একটি ফিচার নিয়ে সম্প্রতি সারা বিশ্বে শোরগোল শোনা যাচ্ছে। অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কু ‘র দাবি, মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কল করতে পারবেন আইফোন ১৩-র ব্যবহারকারীরা। বস্তুত লো-আর্থ-অরবিটের স্যাটেলাইট ফোন আনতে চলেছে অ্যাপল।

কোয়ালকম কাস্টমাইজড এক্স৬০ বেসব্যান্ড চিপ থাকতে পারে আইফোন-১৩ তে। এতে ফোরজি বা ফাইভজি নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে। গ্লোবালস্টারের উপগ্রহ ব্যবহার করে গ্রাহকদের পরিষেবা দেবে তারা। স্মার্টফোনে স্যাটলাইট সংযোগ নিয়ে আশাবাদী অ্যাপল। এখন পর্যন্ত কোনো স্মার্টফোনে স্যাটেলাইট কলের সুবিধা নেই। অ্যাপল ছাড়াও একাধিক সংস্থা এ নিয়ে কাজ করছে।

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর