নতুন বই । জাবির হাসার

- Advertisement -
- Advertisement -

নতুন বই 
জাবির হাসার

টুকটুকি আজ ইশকুলেতে
বই পেয়েছে বই
আর পেয়েছে নতুন ক্লাস
নতুন কিছু সই।

সেই খুশিতে টুকটুকিটা
নাচ ধরেছে নাচ
নতুন বইয়ের সাথে নতুন
বড় হওয়ার আঁচ।

টুকটুকি আজ টুকটুকে রে
লাল জামা’তে লাল
হাসির রেখা ভরিয়ে দিলো
ছোট্ট দুটি গাল।

- Advertisement -

আরো পড়ুুর