ভাড়া পুননির্ধারণ: কাল থেকেই কার্যকর

অন্যধারা ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তার প্রভাব পড়ে। এর ফলে বুধবার (৩ নভেম্বর,২০২১) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ফলে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়। যার ফলশ্রুতিতে সারাদেশে পরিবহন মালিক সমিতির ডাকে ধর্মঘট পালিত হয়। পরিবহন মালিক সমিতি দাবি ডিজেল কেরোসিনের দাম কমাতে হবে তা না হলে ভাড়া পুনঃনির্ধারণ করতে হবে। সে লক্ষে আজ ৭ ই অক্টোবর পরিবহন মালিকদের সাথে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দীর্ঘ সময়ের বেঠক হয় । বৈঠকে নতুন ভাড়া পুননির্ধারণ করা হয়। নতুন ভাড়া অনুযায়ী দূরপাল্লার বাসে ২৭ শতাংশ আর মহানগরে ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।এর ফলে বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা থেকে ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা থেকে ৮ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। নতুন ভাড়া অনুযায়ী দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। মহানগরে বাসের  ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। এর ফলে মহানগরীর বাইরে বাস যাত্রীদের প্রতি কিলোমিটারে ৩৮ পয়সা এবং মহানগরী ভেতরে ৪৫ পয়সা গুনতে হবে। তবে এই ভাড়া শুধুমাত্র সিএনজিচালিত বাসের ক্ষেত্রে  ডিজেলচালিত বাসের জন্য নয়। কাল থেকেই এই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানা যায়। সবশেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ ধর্মঘট  প্রত্যাহারের ঘোষণা দেন।

অন্যধারা/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here