নদী প্রজাপতি
শাহীন রেজা
না দেবো না
উর্বশী মেনকা রম্ভা যেই হোক
ওষ্টমুকুলে জানালে তৃষা পাঠালে তীব্র আমন্ত্রণ
কিছুতেই দেবনা খুলে চুম্বনের নিভৃত অর্গল
ভালোবাসা যদি বলো
এর নাম তাই
আস্হা ও বিশ্বাসে পূর্ণ ছায়াস্বরলিপি
জ্বলে জ্বলে খাঁটি এক আগুন করোটি
মেনকার ডাক শুনে ভাঙ্গেনা তন্দ্রা নদীর
রম্ভা স্পর্শেও জাগেনা কম্পন অনন্ত পৌরুষে
উর্বশী নাচলেও ফোটেনা কামজজবা ময়ুর পেখম
ভালোবাসা এরকমই
তুমি চাইলেই সবচাঁদের আলোর গ্রহণ
তুমি হাসলেই সব পাখি নদীপ্রজাপতি
তুমি ডাকলেই হাতেমেরা হেরেমের দাস
তুমি ভালোবাসলেই দেহজুরে কবিতার চাষ।