কামরুল হাসান
নবীনের জয়গান
ওরে তোরা আয়
আয় ছুটে আয় আয়
নবীন তরুন সব দলে,
মৃত্যু জরা ভয় ফেলে আজ
মনের থেকে দূর করে লাজ
আয় চলে আয় দিক ভুলে।
উথাল-পাথাল ঢেউ সরিয়ে
অন্ধকারের পথ মাড়িয়ে
সূর্য আলোয় ঝিলিক মার,
কঠিন ঝড়ে আসবি তেড়ে
সাগর নদী পাহাড় ফেড়ে
ভাঙ্গতে ভাঙ্গতে বাধার দ্বার ।
দেখিয়ে দে তোর শক্তি সাহস
দৈত্য দানব হোক সে বেহুঁশ
লাফ দিয়ে ওঠ হুংকারে,
কামান বিমান সব ভেঙ্গে ফেল
উল্কি মেরে হুমকিতে চল
দীপ্ত বেগে আগুন লাগা
শত্রুদের সব বাংকারে ।
শত্রু মুখে হ’ আগুয়ান
রক্ত তেজে হ’ সে জোয়ান
মৃত্যু জেনেও অগ্রে থেকে
হামলা জোর,
জগৎটাকে দেখিয়ে দিবি
উষার আলোয় রাঙবি ছবি
সাহস ভরা অগ্নিঝরা
মুখটি তোর ।
যুদ্ধ কেতন উড়িয়ে তোরা
জয়োল্লাসে কাঁপন ধরা
বিজয় মালা পরবি ওরে
নবীন দল,
হাসবি শুধু সুখের হাসি
দেশকে যাবি ভালোবাসি
গুড়িয়ে দিবি অসৎ পথের
সকল ছল।
অন্যধারা/১৬ জুলাই-২০২০/জেডএন