- Advertisement -
- Advertisement -
নবী মোহাম্মদ
হামিদা আনজুমান
ত্রিভুবনের আলোর বাতি
নবী মোহাম্মদ সহায় সাথি
তিনিই দেখান শক্তি সাহস
পেরিয়ে যেতে আঁধার রাতি।
ইসলামেরই ছায়াতলে
এলো সবাই দলে দলে
নবীর কোমল হৃদয় ভূমি
মানবতার কথা বলে।
মরুর বুকে ফোটা সে ফুল
দূর করে দেন অসুন্দর ভুল
আমরা নবীর দিদার পেতে
জিকিরেতে থাকি মশগুল।
আখেরী আর শ্রেষ্ঠ নবী
হাবিব তুমি আল্লাহর রবি
অন্তরেতে সদাই দেখি
আঁকা সেথায় তোমার ছবি।
আমার আপনার উম্মত যারা
সৌভাগ্যবান ধরায় তারা
রোজ হাশরে চাই গো পেতে
আপনার দিদার, শেষ ইশারা।
অন্যধারা/সাগর
- Advertisement -