নাগরদোলা
জাহাঙ্গীর ফিরোজ
জলের পাহাড় ডিঙিয়ে
অাধোঘুম অাধোজাগরণে
কোন ঘাটে চলেছে নৌকো!
দূরদেশ থেকে পাওয়া স্বপ্নগুলো
নৌকোর খোলে ছিপছিপে জলে
দুলতে দুলতে পিরানহা হয়ে ওঠছে কেন!
নাও দোলে, জলমগ্ন খোলে
ক্ষুধার্ত মাছ নিয়ে
পাটাতনে শুয়ে অাছো সুখে!
কা’র ফরিয়াদে পবণতাড়িত জল
হাসে খলখল
বিষম দোলায় দোলে জলমগ্ন নাও।
ঢেউয়ের দোলায় অাছে সুখ
নাগরদোলার অসুখ
উদ গার
পাটাতন সরে গেলে শেষে
ঝাঁকে ঝাঁকে পিরানহা…
দুঃস্বপ্নের রাত বুঝি শুরু হ’লো!