নানুর বাড়ি- মো. আতিকুর রহমান

- Advertisement -
- Advertisement -

নানুর বাড়ি
মো. আতিকুর রহমান

আমি যাব নানু বাড়ি
সঙ্গে যাবে টমি
পাড়ি দিয়ে আমার গায়ের
বিশাল সবুজ জমি।

নানুর বাড়ি যেতে আমার
লাগে না যে কারণ
পাশের গায়েই নানুর বাড়ি
দেয় না মা তাই বারণ।

টমি আমি যাচ্ছি হেঁটে
আনন্দ বেশ মনে
সবুজ শ্যামল মাঠ দেখি আর
কদম ফেলি গুনে।

নানুর বাড়ি যাওয়ার আমার
সাধ মেটে না কভু
এমন সাধে সদা রেখো
ওগো আমার প্রভু।

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর