নিজের নগ্ন ছবি বিক্রি করে মাসে ৭৩ লক্ষ টাকা আয় করছেন কোর্টনি টিলিয়া

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক : আমেরিকার লস অ্যাঞ্জেলসের বাসিন্দা কোর্টনি টিলিয়া পেশায় একজন শিক্ষিকা। অটিস্টিক বাচ্চাদের একটি স্কুলে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর স্বামীও এক জন শিক্ষক। অর্থের অভাবে নিজের নগ্ন ছবি বিক্রি শুরু করেন। বর্তমানে তিনি  মাসে ৭৩ লক্ষ টাকা উপার্জন করেন।

স্নাতকোত্তর পাশ করার পর স্বামী-স্ত্রী দু’জনেই শিক্ষকতা করে সংসার চালাতেন। তাঁদের দু’টি সন্তানও আছে। কোর্টনি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শিক্ষকতা করে যা উপার্জন হচ্ছিল তাতে সংসার ঠিকমতো চলছিল না। তার উপর লকডাউন। কী ভাবে আয় বাড়ানো যায়, সেটা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন। তখনই ইনস্টাগ্রাম এবং টুইটারে ছবি শেয়ার করার কথা মাথায় উপস্থিত হয় তার। ওই দুই সোসাল মিডিয়ায় প্রাপ্তবয়স্কদের জন্য নিজের অ্যাকাউন্ট খোলেন কোর্টনি। সে যায়গাতেই নিজের নগ্ন ছবি পোস্ট করা শুরু করেন।

ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তার। তা দেখে এর পর অ্যাডাল্ট সাবস্ক্রিপশন সাইট ‘অনলিফ্যানস’-এ নিজের নাম নথিভুক্ত করেন। এই সাইটেই এর পর নিজের নগ্ন ছবি বিক্রি করা শুরু করেন। কোর্টনির দাবি, বর্তমানে তিনি মাসে ৭৩ লক্ষ টাকা উপার্জন করছেন। সংবাদ সংস্থা ডেলি স্টার-কে তিনি জানান, এ কাজের জন্য তার স্বামীর পূর্ণ সমর্থন পেয়েছেন। শিক্ষকতা করে যা আয় হচ্ছিল তাতে সংসার চালানো সম্ভব হচ্ছিল না তাই তিনি এই পেশায় নিয়োজিত হন।

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর