নিজের বউ রেখে প্রতিবেশীর স্ত্রী নিয়ে পালাল ছেলে, মায়ের আত্মহত্যা

অন্যধারা ডেস্ক: নিজের বউ রেখে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়েছে ছেলে। এতে মানসিক কষ্ট ও প্রতিবেশীদের বলা কথায় লজ্জা পেয়ে অভিমানে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন এক মা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে । শুক্রবার (১ অক্টোবর) সকালে ওই মায়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আত্মহত্যা করা নারীর নাম ফিরোজা খাতুন (৪৫)।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রীকে নিয়ে ছেলে পালিয়ে যাওয়ার পর থেকেই মা ফিরোজা খাতুনকে বিভিন্ন সময় লোকজন নানা কটূক্তি করে আসছিল। অপমান আর হতাশার একপর্যায়ে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকালে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সাপ্তাহিক অন্যধারা // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here