নির্বাপিত বুকের দীর্ঘশ্বাস
সুশান্ত হালদার
একবুক হাহাকার নিয়ে যেদিন বললে –
আমিই সেই ঝরে যাওয়া বসন্তের না ফোটা ফুল
মর্মর ধ্বনিতে হৃদয় যখন হয়েছিল ব্যাকুল
তুমি বললে-এখানে লাশের মিছিলে কফিনবন্দি বকুল
পঁচাগলা গন্ধে মরার আগেই মরে গেছে রক্তাক্ত শিমুল
অথচ চিতার আগুনে পুড়েও আঁধার, রাঙাতে পারেনি সকাল!
একবুক হাহাকার নিয়ে যেদিন বললে –
অস্তগামী সূর্যের আমিই সেই নির্বাপিত বুকের দীর্ঘশ্বাস
যে হতে পারেনি ভরা পূর্ণিমার বাসর ঘরে সুখের নিবাস
অথচ দেখো, রাতের আঁধারে পুড়ে গেছে চন্দ্রের অন্তর্বাস!
একবুক হাহাকার নিয়ে যেদিন বললে –
ধূপের গন্ধে যদি উড়ে যায় কামুক বাতাস
তবে বুকের জমিনে করিও অসময়ে অগ্ন্যুৎপাত!