নেতা ফিরে এলেন । বাদল মেহেদী

নেতা ফিরে এলেন 
বাদল মেহেদী

নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে তিনি ফিরে এলেন
পাকিস্তানি জান্তা তার মৃত্যু নিশ্চিত করতে
জেলখানার ভেতরই খুঁড়েছিল কবরটি
কিন্তু না, শেষ পর্যন্ত তাকে সেই কবরে যেতে হয়নি।

নেতার জীবন বাঁচাতে সোচ্চার হয়েছিল বিশ্ব জনমত
সে জনমত উপেক্ষা করার সাহস ছিল না
পাকিস্তানি শাসক গোষ্ঠীর
নেতা ফিরে এলেন তার প্রিয় মাতৃভূমি
যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের মাটিতে।

বিমানবন্দর আনন্দ উদ্বেলে বারবার প্রতিধ্বনিত হতে থাকে
জয় বাংলা- জয় শেখ মুজিব।

নেতা বিমানের সিঁড়ি বেয়ে
স্বাধীন বাংলার মাটিতে পা রাখলেন
কিন্তু নেতার মুখাবয়বে আনন্দের ছোঁয়া নেই কেন?
তার অশ্রুসিক্ত চোখদুটো ছলছল করছে।

যেন দীর্ঘ নয় মাসের যুদ্ধে এই বাংলায় ঘটে যাওয়া
সমস্ত দুঃখ কষ্ট তিনি বুকের মাঝে চেপে ধরে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here