পনেরো বছর ধরে কবরে বাস করছেন যিনি

- Advertisement -
- Advertisement -

ফিচার ডেস্ক: ব্রাতিস্লাভ স্টোজানোভিচ । বয়স ৪৩। অদ্ভুত সাহসের অধিকরী তিনি।  কবরের আশপাশ দিয়ে চলাচল করতেই সবাই যেখানে ভয় পায়, সেখানে কবরে মৃতদের সঙ্গে দীর্ঘ ১৫বছর ধরে বসবাস করছেন তিনি।সার্বিয়ার নিস শহরের ১০০ বছরের একটি পুরনো কবরে বাস করছেন গৃহহীন ওই মানুষটি।এক সময় তিনি রাস্তা রাস্তায় রাত কাটাতেন। অবশেষে নিরুপায় হয়ে এই কবরখানায় আশ্রয় নেন।

বিষয়টি অনেকের কাছে অবাক মনে হলেও তার কাছে একদম স্বাভাবিক।  তার মতে, ‘রাস্তার চেয়ে কয়েকগুণ ভালো কবরের এই স্থানটি। ঠান্ডা আবহাওয়ার কারণে রাস্তায় ঘুমানো যায় না। তবে কবরের ভেতরটা বেশ গরম আর নিরাপদ। মৃতদের এই স্থানে ঘুমানোর চেয়ে আমি মৃত্যুকে বেশি ভয় পাই।’

কবরস্থানের কর্মকর্তারা জানান, তিনি সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ। তিনি এই কবরস্থানে কোনো ধরনের ক্ষতি করছেন না। এ কারণেই এখানে তাকে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

 

সাপ্তাহিক অন্যধারা // আতারা

- Advertisement -

আরো পড়ুুর