পরম বাসনা । আশরাফ মির্জা

পরম বাসনা
আশরাফ মির্জা

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
সেকালে কবির ইচ্ছা ছিল এমন,
একালেও তেমন বাসনা আমার মনে
তবে, একটু ভিন্ন সেই কারণ ।

অনন্ত জীবন লাভ সম্ভব নয় বাস্তবে
তবু চাই অনাগত কাল বেঁচে থাকতে,
যতদিন এই ধরণী টিকে থাকে অন্তত
ইস্রাফিলের সিঙ্গা ফুকার আগ পর্যন্ত।

যেহেতু সেটি হবার নয় কখনও
তাই, আমি চাই- ধরায় পুনর্জন্ম নিতে
নিদেনপক্ষে কেয়ামতের কয়েকদিন আগে।

শুধু দেখতে- মানবসভ্যতা কত এগুলো
আমাদের নেতারা ‘ডিজিটাল’ শব্দটার
সঠিক মর্মার্থ পারলো মগজে ঢোকাতে,
নারীরা নিজেদের মানুষ ভাবতে শিখলো।

দেখতে- বিশ্বনেতারা অন্য ‘ইজম’ ছেড়ে এসে
‘হিউম্যানিজম’-কে সর্বোচ্চ গুরুত্বে বসালো !
কতোটা জড়বুদ্ধি সম্পন্ন মানুষের চেতনা
শনি-রাহুর কবল থেকে মুক্ত হতে পারলো
কতটুকু বাস্তব রূপ পেলো ঈশ্বরের বাসনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here