পল্লী-স্মৃতি । মোঃ মনোয়ার হোসেন

- Advertisement -
- Advertisement -

পল্লী-স্মৃতি
মোঃ মনোয়ার হোসেন

গ্রামের সেই আঁকা-বাঁকা মেঠো পথ
দু’ধারে সবুজ বৃক্ষরাজি
বটবৃক্ষের শান্ত শিতল ছায়া
পাখীর কূজন দূর বালুচর,
স্রাতস্বোনি নদীর কলতান,
আজো নয়নভিরাম মুগ্ধতায় অপরূপ।

মাঠে মাঠে কৃষকের কণ্ঠে ভাটিয়ালি
জারি-সারি গান,
আজো হৃদয়ে দোলা দেয়।

সোনালি ফসলের মাঠ, সেই আঁকা বাঁকা আল
মৌ মৌ ধানের গন্ধ-সরিষা ফুলের হাসি
আজো পাগল করে, কৃষক-কৃষক বধূর
সরলতা ভক্তিভরে পরম আতিথীয়তা
এখনো হৃদয় স্পর্শ করে গভীর অনুভূতিতে।

প্রতিদিন এখানে সূর্য্য ওঠে,
সন্ধ্যায় আযানের ধ্বনি-শংঙ্ক ধ্বণী শোনা যায়
দেয়ান চাচা, কিতাব আলি নারায়ন মাঝি
বুধো ফকির এখন মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করে।

- Advertisement -

আরো পড়ুুর