পশ্চিমা ও আফগান নাগরিকদের কাবুল বিমানবন্দর পরিত্যাগ করার নির্দেশ

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের কাবুল বিমানবন্দর পরিত্যাগ করতে বলেছে। কারণ হিসেবে আইএসআইএল এর হামলার সম্ভাবনা রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইজেন । বিমানবন্দরে ভীর করা আফগানদেরও কাবুল বিমানবন্দর পরিত্যাগ করতে বলা হয়েছে।

আফগানিস্তানে আইএসআইএল-অফশুট, খোরাসান প্রদেশে ইসলামিক স্টেটের (আইএসকেপি) হামলার হুমকির কারণে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

কাবুলে মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের বিমানবন্দরে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে একটি সতর্কতা জারি করেছে এবং বলেছে যে যারা ইতিমধ্যেই গেটে আছে তাদের অবিলম্বে চলে যেতে হবে।

ব্রিটিশ পররাষ্ট্র দফতরও অনুরূপ পরামর্শ জারি করে, বিমানবন্দর এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলে, কারণ সন্ত্রাসী হামলার চলমান এবং উচ্চ হুমকি রয়েছে ।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতর অস্ট্রেলিয়ার ভিসাধারী অস্ট্রেলিয়ান এবং আফগানদেরকে বিমানবন্দরে সন্ত্রাসী হামলার খুব উচ্চ হুমকির সতর্কতা দিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

তালেবান শাসন থেকে পালাতে চাওয়া হতাশ জনতার ভিড় ১৫ আগস্টে তালেবানরা আফগান রাজধানী দখল করার পর থেকে কাবুল বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করেছে। (আলজাজিরা)

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর