পাখি
জাহাঙ্গীর ফিরোজ
ভ্রমণ বিলাসী পাখি পৃথিবী ভ্রমণে
দেহযানে চড়ে এই সবুজের দেশে
এসে বন্দী হলে কাঁটাতারে, অর্থনিগড়ে
কেনো ধরা দিয়ে ছিলে ধরার মায়ায়?
ধরা তো হল না দেখা, বাঁধা চারিদিক
মানব জন্মের প্রতি ধিক শত ধিক।
আজ কেনো বন্ধ হয়ে আসছে তোর দম
তুই দেখি পরিযায়ী পাখির অধম!
উরাল সে কতদূর, কতদূর মানস সরোবর
পাখিদের দেশ সেতো ছাদ হীন ঘর
তুমি পাখি বন্দী আহা! দেহের পিঞ্জরে
চুপচাপ বসে আছ, বসে আছ ঘরে।
মনে মনে ঘুরি আমি, ঘুরি সারাক্ষণ
ভ্রমণ পিয়াসী বলে কান্দে এই মন
পৃথিবীকে ভালোবাসি জানিও অশেষ
তবু খাঁচা ছেড়ে আমি হবো নিরুদ্দেশ।