পাগলের জন্য মাফ- মো. মামুন মোল্লা

পাগলের জন্য মাফ
মো. মামুন মোল্লা

এ মহাবিশ্ব রঙ্গের মেলা কেহো করছে খেলা
কেহো চলছে অধিক সুখে সময় করে হেলা ।
কেহো আঁধারে ছক্কা মেরেই করছে নীল কোঠা
কেহো আবার নয়ন জলে খোদাকে দায় খোঁটা ।
বিশাল বড় লোকের ভিড়ে বড় লোকেরা বড়
খোদার প্রতি প্রণয় নিতে হয় না তারা জড়।
তাদের জন্য জগত সৃষ্টি করছে অভি শাপ
মত্তের প্রেম খোদার প্রতি দেখে করছে মাফ ।

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here