অন্যধারা ডেস্ক : ভারতসহ বিশ্বের অনেক দেশে হিন্দু নারী অধিকার আইন সংশোধন হলেও বাংলাদেশে এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের ন্যায্য অধিকার চাই। জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈদিক নারী শক্তি সংঘ কেন্দ্রীয় কমিটি আয়োজিত হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন ও পিতার সম্পত্তিতে কন্যার অধিকারের দাবিতে শনিবার (১১ সেপ্টেম্বর) মানববন্ধনে তারা এ দাবি জানায়।
শম্পা রানী বলেন, হিন্দু ধর্মে নারীকে পূজা করা হয়। অথচ পৈত্রিক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সেই নারীরাই চরম অবজ্ঞা আর অবহেলার শিকার। হিন্দু নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাই। শিল্পী রাজবংশী তার বক্তব্যে বলেন, কেউ আমাদের উত্তরাধিকার আইন নিয়ে কথা বলেনি বলেই আজ আমরা রাজপথে এসে দাড়িয়েছি। একই বাবার সন্তান হয়ে ছেলেরা সম্পত্তি পেলে মেয়েরা কেন পাবে না?
অন্যধারা/সাগর