অন্যধারা ডেস্ক: প্রখ্যাত ছড়াকার ও সাংবাদিক,দৈনিক যুগান্তরের ফিচার এডিটর রফিকুল হক দাদুভাই -এর ইন্তেকাল হয়েছে।(ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিঊন।)। আজ রোববার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পারিবারিক সূত্র ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।রফিকুল হক বাধ্যর্কজনিত নানা জটিলতায় ভোগছিলেন। শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখায় ২০০৯ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তিনি। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি পুরস্কার, নিখিল ভারত শিশুসাহিত্য পুরস্কারসহ দেশে ও দেশের বাইরে বিভিন্ন পুরস্কার লাভ করেন।
সাপ্তাহিক অন্যধারা // আতারা