প্রণম্য দেবতা
সৈয়দ আজিজ
প্রতিদিন জীবনের উদয় হয়
প্রতিদিন জীবন বিদায় নেয়
তবুও আমরা জীবনের মূল্য বুঝি না
সবাই জীবনের মূল্য বুঝতে পারলে
পৃথিবীর রূপটাই আমূল বদলে যেতো
অন্যায় অবিচার দুষ্কর্ম দূর্নীতি বিদায় নিতো
এ বিশ্ব থেকে চিরতরে চিরস্থায়ী
এই মাটির পৃথিবীতেই হতো স্বর্গবাস
সবার জীবনই হতো নান্দনিক।
এক মনোমুগ্ধকর পুষ্প বিলাস
প্রকৃতি হতো মানুষের নিরব বন্ধু।
মানুষ হতো না কখনও বলির পাঁঠা
যুদ্ধাস্ত্রের কোনো প্রয়োজনই থাকতো না
দেব দেবীরও কোনো দরকার হতো না
মানুষই হতো চূড়ান্ত প্রণম্য দেবতা।