প্রত্যাবর্তন । আফিয়া রুবি

- Advertisement -
- Advertisement -

প্রত্যাবর্তন
আফিয়া রুবি

বিষাক্ত নর্দমা থেকে তুলে এনেছিলাম
দুর্গন্ধ পঁচা অতীতকে বিদায় জানাতে
পরিষ্কার জলে নাইয়ে দিয়েছিলাম
পবিত্রতার কল্যাণে।

পরিচ্ছন্ন পোশাক প্রমিত ভাষা
অনুকূল পথ-
সবই ছুঁয়েছিলে রক্তের মঙ্গলে
অপেক্ষায় ছিল পূর্ণতার ভবিষ্যৎ।

হঠাৎ তুচ্ছ করে দিলে বর্তমান অতীত
সেই পুরোনো ভণ্ডামির আছড়
প্রকোপ বাড়তে থাকলো নোংড়ামি
সবিষেশ চেষ্টা থেমে গেল আমার।

কৃতিত্বের সাথে জানান দিলে
বোঝাতে সক্ষম হলে তুমিই
আসলে আমিই ভুলে গিয়েছিলাম
তুমি নর্দমারই কীট।

- Advertisement -

আরো পড়ুুর