প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঘিওরে অসহায়দের পাশে মতি মিয়ার পরিবার

মানিকগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে মানিকগঞ্জ জেলার ঘিওরে মতি মিয়ার সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু, জেসমিন আক্তার কহিনুর ও ইয়াসমীন আক্তার শাহীনুরের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০০ টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার কুস্তাবন্দরের মতি ভিলা নামক নিজ বাসভবনে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়া মিন্টু। এরপর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জনের নেতৃত্বে উপজেলার সকল ইউনিয়নের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অসহায় ও কর্মহীন দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়। ঘিওরে অসহায় প্রতি পরিবার পেয়েছে ৩ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি লবণ, মুশুরির ডাল, ২ কেজি আটা, মাস্ক, ১ পাতা নাপা ওষুধ, সাবান ও আধা কেজি পেঁয়াজ।

ঘিওর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু সাপ্তাহিক অন্যধারা-কে জানান, ‘করোনা ভাইরাস একটি নতুন রোগ, এর চিকিৎসা এখনো পুরো বিশ্বে আবিষ্কার হইনি। বিধায় এই সময়ে সকল মানুষের ঘরে থাকা দায়িত্ব।’  তিনি আরো বলেন, ‘দামি খাবার দিতে না পারলেও, বেঁচে থাকার জন্যে ন্যূনতম খাবার দিতে আমার পরিবার কাজ করে যাচ্ছে।’ এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমানের ভূয়সী প্রশংসা করে সরকারি নির্দেশ পালন করে জনসাধারণদের ঘরে থাকার জন্যে অনুরোধ জানান।

সাবেক ছাত্রলীগ নেত্রী আমেরিকা প্রবাসী জেসমিন আক্তার কহিনুর সাপ্তাহিক অন্যধারা-কে বলেন, ‘ আমার পরিবার সর্বদা জনগণের দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্ধু হিসেবে নিয়োজিত ছিলো আজও রয়েছে, থাকবে।’ তিনি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে জনগণকে অতি প্রয়োজন ব্যতীত বাড়ি থেকে বের না হয়ে রাষ্ট্রীয় নির্দেশ পালনের আহ্বান জানান।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী, চেম্বার অব কমার্সের সদস্য ইয়াসমীন আক্তার শাহীনুর বলেন, ‘আমরা এলাকার মানুষের বিপদাপদে সর্বদা পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সবশেষে তাদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এ কথা বলে সকলকেই বাড়িতে অবস্থান করার আহবান জানান’।

সাপ্তাহিক অন্যধারা/১৯ এপ্রিল-২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here