অন্যধারা ডেস্ক : নেপালে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০১ জনের মৃত্যুর হয়েছে এবং ৪১ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। (২১ অক্টোবর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বর্ষাকাল শেষ হওয়ার সময় দেশটিতে অক্টোবরের এই সপ্তাহের শুরুতে পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বহু মানুষকে দুর্গত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, ফসলি জমির। পুলিশের তথ্য অনুয়ায়ী, বন্যা ও ভূমিধসের কারণে এক হাজার একশ ১৭টি পরিবার বাস্তচ্যুত হয়ে পড়েছে।
অন্যধারা/সাগর