সাজেদা আলী হেলেন
প্রাণের শহর ঢাকা
খুঁজি শুধু খুঁজি,
হোটেল-রেস্তোরাঁয়, পথে-প্রান্তরে
ফুটপাতের নিয়ন বাতির নিচে ঘুমন্ত কুকুরের মাঝে, স্টেশনে কুলিদের বিষণ্ণতার মাঝে,
খুঁজি পার্কে, থিয়েটারে, সিনেপ্লেক্স, শপিংমলে, কফিশপে
খুঁজি আমি চেনা সেই শহর।
প্রভাতফেরী ভাঙ্গে পিঁপড়ের মিছিল
নগ্ন পায়ে ছুটে চলে অন্নের সন্ধানে।
চেনা-অচেনা আত্মীয়-অনাত্মীয়
সামাজিক দূরত্ব ভুলে গলাগলি করে চলে।
খুঁজি আমি চেনা সেই শহর।
আমার কর্ণ হিমঘরে !
তাকে জাগাতে চাই,
ট্রেনের হুইসেলে, গাড়ির হর্ন, ফেরিওয়ালার হাঁকডাকে জেগে উঠুক প্রতিদিনের অভ্যাসে,
জেগে উঠুক প্রিয়জনের আলিঙ্গনে।
জেগে উঠুক শিশুদের কলতানে।
খুঁজি শুধু খুঁজি,
আমার প্রিয় শহর খুঁজি —
পল্টনে, সরোওয়ার্দী উদ্যান যানহীন রাজপথে
বেকার যুবকের পকেটে, মানুষের হাটে,
বৈশাখে, নবান্নের উৎসবে রঙিন মুখোশে, ঈদ উৎসবে
খুঁজি পাগলা হাওয়ার উত্তাল তারুণ্যে, সাহিত্য বাজারে কবিতার আড্ডায় ।
আমার শহর অচেতন ঘুমিয়ে !
এ এক অচেনা অন্য শহর !
মুখ থুবড়ে পড়ে আছে হতাশার কুয়াশায়।
আমার প্রানের শহর,
হাজারো স্মৃতি বিজড়িত মিছিলে, স্লোগানে
অগ্নিঝরা আন্দোলনে,
নিজস্ব গৌরবে, উজ্জল আলোকে
ফিরে এসো — ভালোবাসার শহর ঢাকা।
ফিরে এসো…….
সাপ্তাহিক অন্যধারা/১৬ জুলাই-২০২০/জেডএন