প্রিয়জন চলে যায় । হাসিনা ইসলাম সীমা

প্রিয়জন চলে যায়
হাসিনা ইসলাম সীমা

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
আপনজন যায় যে হারিয়ে।
অর্থ-কড়ি ভালোবাসা
ফেলে রেখে সব আশা।

তবু চলে যায়
প্রিয়জন হায়।
ছিন্ন করে মায়ার বন্ধন
থামিয়ে আত্মার স্পন্দন।

তবুও এ মনে আসেনা
আমিও একদিন রবোনা।

এ মৃত্যুর তিক্ত স্বাদ
সবাই করিবে আস্বাদ।
ধনী-দরিদ্র, সুখী-অসুখী
সবাই যে হবো মৃত্যুমুখী।

সর্বদা থাকি মত্ত
নিয়ে মিছে বিত্ত।
একবারও ভাবনায় আসেনা
লাঘব করিব অন্যের যন্ত্রণা।

আসিনা সহসা কারো উপকারে
ব্যস্ত থাকি অন্যের অপকারে।
দেইনা আপন স্বার্থ বিসর্জন
ভাবনা শুধু নিয়ে স্ব অর্জন।

দেহ-মন তুমি আজ বড্ড বেশি সতেজ যৌবন
একদিন অন্য কাউকে হবে নিশ্চিত প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here