প্রিয়ার সব স্মৃতি- আলম মাহবুব

প্রিয়ার সব স্মৃতি
আলম মাহবুব

অদ্ভুত ভালবাসায় ডুবতে হলো আমাকে
তোমার সুগন্ধি চুলের সুভাস,
চোখের চাহনি আর মিষ্টি নকশায় অঙ্কিত
লজ্জায় লাল হওয়া গোলাপি হাসি,
মাথার উপর সবুজ পাতা, ডাল আর কোকিলের সুরে বলা ভালবাসি,
এ সব কিছুই আমার মুগ্ধতার কেন্দ্রবিন্দু।

বিশ্বাস করো! এই ধরনীর কোন মোহ
আমাকে আকৃষ্ট করতে পারে না,
মহাসাগরীয় অট্টলিকাতে ও এই মন
তৃপ্তির স্বাদ মিঠে না
শুধু এক ফলক দৃষ্টি তোমার ছায়ায় আশ্রয় নিলে,
পূর্নতা আসে হৃদয়ের অষ্ট পিঞ্জরাস্থিত তে
কল্পনার পাখা মেলে তোমার স্পর্শ নিয়ে।

আমার সব ইচ্ছে তোমাকে ঘিরে
সাদা মেঘের প্রতিচ্ছবি ভেসে ওঠে,
হাওরের অতল জলরাশির বুক ছিড়ে।
কখনো বর্ষায় কখনো কনকন শীতের
কুয়াশা ভেজা শিশিরের দূর্বাদলে,
প্রিয়ার সব স্মৃতি অজপাড়া গাঁয়ে।

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here