প্রেমবন্দী । আল মুজাহিদী

- Advertisement -
- Advertisement -

প্রেমবন্দী 
আল মুজাহিদী

তোমাকে প্রেমের মধ্যেই বন্দী করা যায়
এছাড়া আমার পৃথিবীতে আর কোনো সেলের গারদ নেই
পুস্পরাজি যেমন উদ্ভিদের শাখা-প্রশাখায়।
তরঙ্গপুঞ্জ যেমন সমুদ্রের ভ্রাম্যমাণ কারাগারে
নক্ষত্র যেমন নীলিমার পূর্ণকক্ষ রাতে।

আমি যখন তোমার ভেতর আমার সমগ্র চৈতন্য পল্লবিত করি
আমি একগুচ্ছ অলৌকিক অন্ধকারে সীমাবদ্ধ হয় উঠি।

আর এই সেলের গরাদে দুলে ওঠে এক মাংসময়ী
লৌকিক উদ্যান আমার নৈবেদ্য তোমার সান্নিধ্যে জ্বলজ্বল করে
যেন কোনো প্রসাদের ঝাড়বাতি
কেবল তোমার ইচ্ছা অনিচ্ছার নুড়িগুলো গলে পড়ে।

অবিশ্রাস্ত জীবন্ত একটি জলপ্রপাতের মতো
আমি তোমাকে প্রেমের মধ্যেই বন্দী করতে পারি
এসো, একটি সমান্তরাল কারাগারে বাস করি আমরা যাবজ্জীবন
আমি জানি তোমাকে প্রেমের মধ্যেই বন্দী করা যায়
এছাড়া আমার পৃথিবীতে আর কোনো সেলের গারদ নেই।

- Advertisement -

আরো পড়ুুর