প্রেম- নাসরীন জামান

- Advertisement -
- Advertisement -

প্রেম
নাসরীন জামান

 

ফাগুন ছোঁয়া ছোঁয়া রমনীয়তা
আজ এসেছে যেন ঐ কুসুম কাননে।
কবির মনে জেগেছে যেন তাই
ঢেউ দোলা নব কবিত্বের শিহরণ।
প্রেমিকের মনে উঠেছে জেগে
উন্মত্ত ভালোবাসার রসালো আবেগ।
এখানে একরাশ নিঃসঙ্গ নীরবতায়
গুমরে গুমরে কাঁদে মন,
ইচ্ছে করে দুরন্ত এক আবেগে
তার কাছে আসি, তোলপাড় ভালোবাসি,
মনে মনে হংস মিথুন প্রেমে
মনের না বলা কথাগুলো বলি।
কিন্তু ইচ্ছে করলেই কি আর
সব ইচ্ছেঘুড়ি রং ছড়িয়ে উড়ে যায়?
বৃষ্টি ধোয়া আকাশে যখন তখন
প্রেমের রঙধনু সাত রঙে রং ছড়ায়?

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর