- Advertisement -
- Advertisement -
ফনী
হুমায়ুন কবীর সাগর
ফনী আসছে ফনা তুলে
বিশাল রকম ঘূর্নী
আল্লাহ জানেন কত কিছুই
করে যাবে চূর্নী।
কিসের লোভে কিসের ক্ষোভে
ফনীর এমন রাগ
ওপার বাংলা এপার বাংলায়
ফেলছে কালো দাগ।
ফনীরে তুই যা ফিরে যা
দোহাই লাগে তোর
আমরা চাই রহমত, আর
বৃষ্টি ভেজা ভোর।
- Advertisement -