ফাগুন ফ্রেমে । জান্নাতা নিঝুম শিল্পী

- Advertisement -
- Advertisement -

ফাগুন ফ্রেমে 
জান্নাতা নিঝুম শিল্পী

আমার মায়ের আঁচল যেন ঠান্ডা শীতল পাটি
মায়ের কোলের রাজ্য আমার সোফার থেকেও খাঁটি,
মায়ের আঁচল তলে আমার অঙ্গ মাখামাখি
মায়ের কণ্ঠে মধুর গানে জুড়ায় ঘুমের আঁখি।

মায়ের চোখে মায়া কানন দোপাটি ফুল ফোটে
মায়ের হাতের ছোঁয়া পেতে কৃঞ্চচূড়া ও ছোটে,
বসন্তের এই হাওয়ায় দুলে আসছে দেখি কোকিল
মায়ের ডাকে আকাশ বেয়ে নামছে তোতা ও চিল।

আমার মতো ওরাও নাকি মায়ের কোলে থাকে
মায়ের আদর তলে জোনাক একটু আলো মাখে,
বসন্তের এই হিমেল হাওয়ায় সবুজ পাতা বাড়ে
শামুক,ঝিনুক করছে খেলা শ্যাওলা নদীর পাড়ে।

আমি নাকি পাগলি মেয়ে মায়ের মুখের বুলি
হাওয়ার গন্ধে পলাশ ভাসে ঢেউয়ের তালে দুলি,
মায়ের হাতের কাচের কাঁকন সবুজ ঘাসে হাসে
মায়ের গন্ধ পাই তখনি বসন্ত নিঃশ্বাসে।

ঝর্ণাধারার মতো আমি মায়ের বুকে নামি
মায়ের ছবি ফাগুন ফ্রেমে রাখব বেঁধে আমি।

- Advertisement -

আরো পড়ুুর