বই মেলায় পাওয়া যাচ্ছে কবি বেপারী নজরুল ইসলামের প্রেম বিরহের কবিতা

এবারের অমর একুশে গ্রন্হ মেলা ২০১৯ এ ব্যাপক আলোড়ন ফেলেছে কবি বেপারী নজরুল ইসলাম প্রেম বিরহের কবিতা। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর অন্যধারা পাবলিকেশন্সের ৩৫৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বেপারী নজরুল ইসলাম, পিতা- আব্দুর রহমান, মাতা- জহুরা বেগম, চার ভাই বোনের মধ্যে তিনি বড়। ১৬/০৪/১৯৮৩ সালে মানিকগঞ্জ থানাধীন, সদর উপজেলা হাটিপাড়া ইউনিয়ন, বংখুরী গ্রামে জন্মগ্রহণ করেন।

কাব্যগ্রন্থটি প্রকাশ করতে তাকে জীবনের অনেক বাঁধা-বিপত্তিকে জয় করতে হয়েছে, সইতে হয়েছে শত দুঃখ-কষ্ট। তিনি ২০১০ সালে “কতো ভালোবাসি তোমাকে” মিউজিক ভিডিও এ্যালবাম বের করেন এবং ২০১১ সালে একক কাব্যগ্রস্থ “আজও তোমারই অপেক্ষায়” ২০১৭ সালে কাব্য সংকলন “চেতনায় মুক্তিযুদ্ধ” ২০১৮ সালে “হৃদয় বীণার সুর” এবং “দীপ জ্বেলে যাই” অমর একুশে বই মেলায় প্রকাশ পেয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্যের সঙ্গে জড়িত। বিভিন্ন সাহিত্য গ্রুপে কবিতায় অংশগ্রহণ করে সম্মাননা স্মারক অর্জন করেছেন। মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা ও দৈনিক পত্রিকায় কবিতা ও গল্প লেখা প্রকাশ পেয়েছে। “প্রেম বিরহের কবিতা” কাব্যগ্রন্থটি কবি কাব্যগ্রন্থের প্রতিটি কবিতার লাইনে ছন্দের মাধ্যমে ভাব প্রকাশ করেছেন।

কাব্যগ্রন্থটি পাঠকদের হৃদয়কে স্পর্শ করতে সক্ষম হবে বলে মনে করছি। কবি দীর্ঘ প্রায় একযুগ সৌদি-আবর ছিলেন এবং প্রায় পাঁচ বছর ঢাকা জজ কোর্ট-এ কাজ করেছেন বর্তমানে তিনি “দৈনিক আলোকিত প্রতিদিন” পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here