এবারের অমর একুশে গ্রন্হ মেলা ২০১৯ এ ব্যাপক আলোড়ন ফেলেছে কবি মোতালেব হোসেনের লেখা সায়াহ্নের দীপ শিখা। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর অন্যধারা পাবলিকেশন্সের ৩৫৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বিবেক কবি নামে পরিচিত মোতালেব হোসেন ১০ জানুয়ারী ১৯৭৪ খ্রি: হাজী শরীয়তুল্লাহর পুণ্যভূমি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিসার ইউনিয়নের অন্তর্গত কাইচকুড়ী গ্রামে জন্মগ্রহন করেন। পিতা- মরহুম শহর আলী হাওলাদার এবং মাতা- ফাতেমা বেগম-এর ০৬ পুত্র-কন্যার মধ্যে তিনি জ্যেষ্ঠতম। কবি গ্রামের প্রাথমিক বিদ্যালয় হতে ১৯৮২ খ্রি: ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র। ১৯৮৩ খ্রি: পিতার হাত ধরে কবি ঐতিহ্যবাহী সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ৮ম শ্রেনীতে পাঠরত অবস্থায় ১৯৮৫ খ্রি: তার নেতৃত্বে অত্র বিদ্যালয় শিশু মৌসুমী প্রতিযোগিতায় ঢাকা শিশু একাডেমীতে অংশগ্রহন করে। ওই বছর কবি জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে কৃতিত্বের সাথে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হন। ১৯৮৭ সালে কবি জেলা স্কুল পর্যায়ে অন্যতম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। ১৯৮৮ খ্রি: কবি অত্র প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং বৃত্তিপ্রাপ্ত হন। অত:পর তিনি উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা কলেজ, ঢাকা-তে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে ভর্তি হন। ১৯৯০ খ্রি: তিনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহন করে কৃতিত্বের সাথে উত্তীর্ন হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজ, ঢাকা হতে ১৯৯২ খ্রি: কবি কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং সংসারের হাল ধরার নিমিত্তে এডহক ভিত্তিতে
কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। ১৯৯৬ খ্রি: তিনি মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলার সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক পদে যোগদান করেন এবং শিক্ষকতা অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজ, ঢাকা-হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। অত্র প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতার পর তিনি সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি অর্জন করেন। তিনি মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা এর প্রধান শিক্ষক পদে ২০১০ সালে নিযুক্ত হন। তিনি বর্তমানে শরীয়তপুর জেলাধীন সদর উপজেলার শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। তার রচিত নীরব সাক্ষী মহাকাল, চির ভাস্বর বঙ্গবন্ধু ও মানচিত্র এবং সায়াহ্নের দীপশিখা নামক ০৩ টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও কাব্যগ্রন্থ কাঁচের প্রাচীর ও তামসে পথচলা প্রকাশের পথে। তিনি কবিতাসহ অনেক গান, ছোট গল্প, উপন্যাসও রচনা করেছেন। ১৯৯৯ খ্রি: তার রচিত মেঘে ঢাকা নীল আকাশ ও অন্তরে আছো তুমি নামক ০২ টি উপন্যাস প্রকাশিত হয়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি পুত্র মাশহুর হোসেন মোহাম্মদ সাঈম এবং কন্যাদ্বয় মেহজাবিন হোসেন ও মাশরুহা হোসেন শ্রেষ্ঠুমনির প্রিয় পিতা।