এবারের অমর একুশে গ্রন্হ মেলা ২০১৯ এ ব্যাপক আলোড়ন ফেলেছে কবি মো: আব্দুল হামিদের লেখা শিল্পী। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর অন্যধারা পাবলিকেশন্সের ৩৫৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
মো: আব্দুল হামিদ ১৯৫১ সালের ১ জানুয়ারি নাটোর জেলার প্রত্যন্ত গ্রাম কাফুরিয়া’র এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ময়েজ উদ্দিন আহমেদ, একজন শিক্ষক ও বিদ্যুৎসাহী ছিলেন। মাতা মরহুমা রাফিজা বেগম, গৃহিনী। লেখক পেশায় একজন প্রকৌশলী। তৎকালীন রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় (বর্তমানে রুয়েট) হতে যন্ত্র কৌশল বিষয়ে ডিগ্রী লাভের পর ওই প্রতিষ্ঠানেই প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তিতে শিক্ষকতা ছেড়ে এডিবিসহ সরকারি-বেসরকারি একাধিক চিনিশিল্প সংস্থায় চাকুরি ও বিভিন্ন ধরনের প্রশিক্ষন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থায় কর্মরত থাকাকালে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে মরিসাস্থ ‘রিজিওনাল সুগারকেন ট্রেনিং সেন্টার ফর আফ্রিকা’ হতে ‘সুগার টেকনোলজী’ এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সার্টিফিকেট অব প্রফিসিয়েনসি প্রাপ্ত হন। ছাত্রাবস্থাতেই কবিতা, ছোটো গল্প, প্রবন্ধ, নাটক রচনায় হাতেখড়ি হয়। স্কুল ও কলেজ জীবনে বেশ কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেও দর্শক নন্দিত হন। তাঁর পরবর্তি রচনাবলী: জানালা, ধুসর গোধুলী, বিবর্ণ গোলাপ, শ্বেতকমল, বাঁশিওয়ালা; নাটক: বোবা বউ ও আংটি, ভ্রমণকাহিনী: মরিসাসের পথে পথে প্রকাশের অপেক্ষায়।