বই মেলায় পাওয়া যাচ্ছে সম্মান মোহাম্মদের মন জীবনের আত্মার ভালোবাসা

সম্মান মোহাম্মদ কুমিল্লা জেলার মেঘনা থানার বাঘাইকান্দি গ্রামে ১৯৯০ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন। পিতা মো: বেলায়েত হোসেন। নাম’ই বলে দেয় লেখক অন্য পাঁচজনের চেয়ে ব্যবহারে, আচার-আচারণে, ন¤্রতায় ও ভদ্রতায় সু-সভ্য। সম্মান মোহাম্মদ এর প্রকাশিত অন্যান্য গ্রন্থ হচ্ছে ‘মন তুমি কার’ (উপন্যাস), ‘মন ফুল’(কাব্যগ্রন্থ), ‘মনপাখি’(মনকাব্য),
‘মন জীবনের শেষ কথা’(উপন্যাস), ‘মন জীবনের মৃত্যু’(কাব্যগ্রন্থ), ‘মন’(কাব্যগ্রন্থ)।

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ উপলক্ষে অন্যধারা পাবলিকেশন্স হতে প্রকাশিত হতে যাচ্ছে ‘মন জীবনের আত্মার ভালোবাসা’ নামক উপন্যাস। উপন্যাসের পাণ্ডু লিপি পড়লাম। প্রতিশ্রুতিশীল এই তরুণ কবি মানুষের অন্তরাত্মার অব্যক্ত বেদনা, হাসি-কান্না, সুখ-দুঃখ, মায়া-মমতা এবং জীবনবোধের নানাবিধ অনুসঙ্গ নিয়ে লিখেছেন এই উপন্যাস। নিরেট প্রেমময়তার মাঝে এ ঔপন্যাসিক স্বার্থক, সুন্দর, সাবলিলভাবে ফুঁটিয়ে তুলেছেন ব্যর্থতার প্রতিচ্ছবি।

প্রণিধানযোগ্য বিষয় হলো, লেখকের প্রতিটি গ্রন্থের মধ্যে মানবিকতা, মানবিক মূল্যবোধ এবং ভালোবাসাকে পবিত্র উপস্থাপনের মুন্সিয়ানায় লেখক স্বার্থক। এ উপন্যাস পাঠে কবি, কথাসাহিত্যিক ও ঔপন্যাসিককে আমি শুধু লেখক হিসেবেই মূল্যায়ন করতে চাই না। সে যে একজন মানুষের মন গবেষনার ক্ষেত্রে দার্শনিকও বটে সে বিষয়েও আলোকপাত করতে চাই। লেখক বয়স বিচারে তরুণ হলেও মানুষের মনের চাহিদা এবং প্রাপ্তির অসংগতি কলমের আচড়ে কিংবা মেধার প্রজ্জ্বলনে বর্তমান সমাজ ব্যবস্থাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে সক্ষম হয়েছে।

পাণ্ডুলিপিটি পড়ে এ মুহূর্তে গুণিজনের একটি বিখ্যাত উক্তি মনে পড়ে গেল ‘‘প্রেমের পবিত্র শিখা ধিকিধিকি জ্বলে, স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে’’। এ রকম চিরায়ত সার্বজনীন সত্য প্রেমময় একটি সমসাময়িক ঘটনা প্রবাহের ধারাবাহিকতাই হচ্ছে এ উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়। টানটান উত্তেজনার মধ্য দিয়েই উপন্যাসের আখ্যান, মধ্য ও শেষভাগের পরিসমাপ্তি ঘটেছে। রসবোধ কিংবা করুণ কাহিনী বাস্তবতার ইজেলে মিশিয়েছেন কাল্পনিক কাহিনী। কাহিনীর ধারাবাহিকতা রক্ষায় লেখক স্বার্থকতার আলোকে আলোকিত প্রাণ।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, এরকম রোমান্টিক একটি উপন্যাসকে বাংলাদেশের সবচেয়ে চৌকস আইন শৃঙ্খলাবাহিনী র‌্যাবকে উৎসর্গ করা হয়েছে। ইতোমধ্যে র‌্যাব আইন শৃঙ্খলাবাহিনীর দায়িত্ব পালনে বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থাভাজন হতে সক্ষম হয়েছে।

উপন্যাসটি পাঠে র‌্যাব সদস্যরা আংশিক হলেও আনন্দে উদ্বেলিত হবে, সে আস্থা এবং বিশ্বাসময় ঘটনা প্রবাহই হচ্ছে এ উপন্যাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here