বদলে নেবো সম্ভাষণ
লুৎফুন নাহার রহমান
আমি ঠিক বদলে নেবো সম্ভাষণ
যদি তুমি ভুলে যাও সেদিনের বৃষ্টিস্নাত সন্ধ্যা
অপেক্ষার রোদেলা মুহূর্তগুলো।
কতটা দগ্ধ দহনে লুকিয়ে সবার চোখ
মনের বাগানে করেছি মহুয়ার চাষ
ধারন করেছি অমিয় অমরাবতী
শুধু তোমার জন্য।
আমি ঠিক বদলে নেবো সম্ভাষণ
যদি না কর উন্মোচন আমার জন্য
তোমার কবিতার পঙক্তিমালা
ব্যক্তিগত অভিধান থেকে
আমাকে না কর বরাদ্দ
কিছু নিজস্ব শব্দ বর্ণ ছন্দ।
আমি ঠিক বদলে নেবো সম্ভাষণ
দিনের শুরু আর শেষটায়
তোমাকে যদি না পাই
আমার পানের পেয়ালায় সঞ্জীবনী সুধাসম
আমি ঠিক বদলে নেবো সম্ভাষণ।