শিশুশ্রম বাংলাদেশে বর্তমান সময়ে দিনদিন বেড়েই চলেছে। বাংলাদেশে শিশুশ্রম রোধে আইন করা হলেও তা কতটুকু প্রয়োগ করা হচ্ছে তা আমাদের চারপাশেই একটু চোখ কান মুখ খুলে খোজ খবর নিলেই বোঝা যায়।
পরিবারকে দু‘ মুঠো অন্ন আর অর্থনৈতিক সহযোগিতার জন্য বিভিন্ন রকম ঝুকিপূর্ণ কাজে শিশুরা জড়িয়ে পড়ছে। শিশুশ্রম আইনে থাকলেও নেই তার কোন বাস্তবায়ন। আমাদের দেশের শিশুদের বৃহৎ একটি অংশ বিদ্যালয়ে যায়না।
প্রায়ই ৪০ শতাংশ শিশু বিভিন্ন পারিপার্শ্বিক কার্যে স্কুলে গমন করতে পারেনা। পরিবারের অর্থনৈতিক চাকা সচ্ছল করতে গিয়ে বিসর্জন দিতে হয় তার শিক্ষাজীবন।
আমাদের দেশের ২০ লক্ষ গৃহ শ্রমিকের মধ্যে প্রায় ৯৩ শতাংশ অর্থাৎ ১৮ লক্ষ ৬০ হাজার শিশুই গৃহকর্মী হিসেবে কাজ করছে।এসব গৃহ শ্রমিকরা মানুষিক , শারিরীক, মৌখিক, যৌন নির্যাতন ও অর্থনৈতিক শোষনের শিকার হচ্ছে প্রতিনিয়ত।
যে সময়ে তাদের হাতে থাকার কথা ছিলো স্কুল ব্যাক, সেই সময় তারা হাতে স্ক্রু ড্রাইভার, হাতুরি, সহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ছুটতে হচ্ছে কলকারখানায়।
আমার কি পারি না এই গরীব শিশুদের মাঝে সহায়তার হাত বারিয়ে দিতে?? আমাদের ক্ষুদ্র পরিমাণ সাহায্যে তারা আবার হাতে স্কুল ব্যাক নিয়ে স্কুলে যেতে পারবে। আমাদের সহায়তার কারণে বাংলাদেশ হতে শিশুশ্রম অধিকাংশ কমে যাবে ।