বর্ণমালার পদাবলি । মালিহা পারভীন

- Advertisement -
- Advertisement -

বর্ণমালার পদাবলি
মালিহা পারভীন

যেদিন জানালায় শিস বাজিয়ে গেল ‘ বউ কথা কও পাখি ‘
বর্নমালা সেদিন শরির জুড়ালো ভর দুপুরের ছায়ায় ।
যেদিন বর্ষা এসে একে গেল বৃস্টিছবি মেঘমালা ক্যানভাসে,
বর্নমালা সেদিন আলপনা ছড়ালো মগ্ন চৈতন্য জুড়ে।

পলাশে শিমুলে মিলে মিশে ধীর পায়ে হেটে এলো একুশের ভোর,
অস্তিত্বে, কলতানে বেজে গেল ভাষার গান ,
নদির ঢেউয়ে, ক্ষেতের ধানে, ফুলের ঘ্রানে
এলো ফাল্গুন, এলো একুশ ।।

মায়ের স্তন মুখে কানে যেদিন বেজেছিল ‘ আয় আয় চাঁদ মামা ‘
যেদিন চৈত্রের আকাশ কেঁদেছিল ‘ আল্লাহ মেঘ দে পানি দে’ সুরে ,
যেদিন শ্লোগানে শ্লোগানে, বিরহে প্রেমে বর্নমালার হয়েছিল অভিষেক,
শহিদের রক্তে যেদিন ধুয়েছিল বাংগালির পুর্ব জন্মের পাপ –

সেদিন এসেছে ‘একুশ’ বাঙলার আবেগ স্পন্দনে ,
এসেছে ‘একুশ’ শহিদ রক্তস্রোতে শহিদ মিনারে,
নতুন চেতনার দৃপ্তভারে প্রানের গানে গানে,
বর্নমালার দিপাবলি জ্বেলে নতুন বাংলাদেশে।

- Advertisement -

আরো পড়ুুর