বর্ণমালার স্বর্ণমালা
আবিদ আজম
রক্তে একুশ-তখতে একুশে
একুশ আমার চেতনা,
গর্বভরে উড়াচ্ছি তাই
ফেব্রুয়ারির কেতন।
বায়ান্নতে বাংলা নিয়ে
ঘটেছে তুলকালাম,
শহীদ যারা শ্রদ্ধা জানাই
সালাম লাখো সালাম।
বাংলা থাকুক বুকের ভেতর
বাংলা থাকুক মুখে,
মাতৃভাষার গান গেয়ে আজ
কাটাচ্ছি দিন সুখে।