- Advertisement -
- Advertisement -
বসন্তের ভাষায় লিখছি তোমায়
লুৎফুন নাহার রহমান
এ মনের সমস্ত ফুল
নতুন কুঁড়ি
আমার শব্দাবলী,
দখিনের খোলা দুয়ার
এলোমেলো বাতাসের দৌরাত্ম
সবই কবিতা, তোমার জন্য।
আর আমি?
আমি কি নই তোমার
দুর্দান্ত ফাগুন
ঠিকানা খচিত চিঠির খাম
অনুভবের রঙিন বাগান?
আমিই বসন্ত তোমার
দোয়েলের শিস,মনের শব্দচিত্র
আজন্ম দখিন হাওয়া।
- Advertisement -